বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ২০লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলেজ অধ্যক্ষ কারাগারে

নাটোরে ২০লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলেজ অধ্যক্ষ কারাগারে

নাটোর প্রতিনিধি ; নাটোরে ২০লক্ষ টাকা প্রতারণার অভিযোগে নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিককে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার রাতে নাটোর শহরের বাসা থেকে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রওশন আলম এর আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার এ বিষয়ে আদালতে শুনানীর জন্য বিচারক তারিখ নির্ধারণ করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বাদী নাটোর সদরের সাধুপাড়ার আয়েজ উদ্দীনের ছেলে মোজ্জাম্মেল হক কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিকের সাথে যোগাযোগ করেন। কলেজের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগের জন্য অধ্যক্ষ তার কাছে ২০লাখ টাকা দাবি করেন। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর নগদ ১৩লাখ টাকা দেওয়ার পর তাকে কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে এমপিও ভুক্তির সময় অধ্যক্ষ আরও ৭ লাখ টাকা গ্রহণ করে। এরপরও তার বেতন ভাতার জন্য অধ্যক্ষ এমপিওর কাগজপত্র স্বাক্ষরও করেনি জমাও দেয়নি। ১০বছর পর গত ২৫ অক্টোবর বাদী টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা অস্বীকার করেন। ইতোমধ্যে অধ্যক্ষ ও একই প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষের স্ত্রী বাদী হয়ে মোজ্জাম্মেল হকের বিরুদ্ধে হুমকি সহ বিভিন্ন অভিযোগে দুইটি মামলা দায়ের করেছেন। নলডাঙ্গা উপজেলার সাবেক নির্বাহী অফিসার ও থানা পুলিশ একাধিক বার বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করলেও অধ্যক্ষ রাজি হয়নি। কলেজের অন্য শিক্ষকেরা বলেছেন, অধ্যক্ষ আগেই প্রতিষ্ঠানটিতে তার নিজের স্ত্রী ও ভায়রা ভাইকে শিক্ষক হিসেবে চাকুরী দিয়েছেন। এবার মোজ্জাম্মেল হক এর পদে শ্যালিকাকে চাকুরী দেওয়ার চেষ্টার জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

৯৯৩ বার ভিউ হয়েছে
0Shares