মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ধীর গতিতে চলছে যানবাহন। ধীর গতি থাকলেও সড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও লেগুনার চাপ দেখা গেছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে বাস, প্রাইভেটকারের চাপ বেশি। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও মহাসড়কের চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত কোথাও যানজট লাগেনি।

ঢাকা থেকে কুমিল্লামুখী বাসের চালক মোজাম্মেল হক বলেন, ‘আগের বছর গুলাতে যানজটে এক ট্রিপে যাইতো সারাদিন। আর আজকে সকালে রওনা দিয়া ১১ টায় কুমিল্লা চলে আসছি।যাত্রী জমিলা আক্তার বলেন, ‘গার্মেন্টে ছুটি পাইছি কাইল। আইজ কুমিল্লা আইয়া পড়ছি। আমিতো ধইরাই নিছিলাম ইফতারের সময় ঘনাইবো। এবার জ্যাম নাই। তবে গাড়ি আস্তে চলছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘যানবাহনের চাপে একটু ধীর গতি। এ ছাড়া কোথাও কোন সমস্যা নেই। আমরা মাঠে কাজ করছি। আশা করছি মানুষের ঈদ যাত্রা স্বস্তির হবে।

৫২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS