শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাবতলীতে মারপিটে আহত অসহায় পরিবারকে শুকনা খাবার প্রদান

গাবতলীতে মারপিটে আহত অসহায় পরিবারকে শুকনা খাবার প্রদান

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর পেরী গ্রামে দোকানের মালামাল লুটপাট ও মারপিটে আহত পরিবারকে ৬ই মে সোমবার অফিস কার্যালয়ে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন পিআইও রাশেদুল ইসলাম রাশেদসহ ভুক্তভোগী পরিবারের ১০জন শিশুসদস্যগণ। উল্লেখ্য, গাবতলীর পেরী গ্রামের হায়ফত আলী প্রাং এর ছেলে আ: হামিদের দোকানে গত ২৮এপ্রিলে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুট ও মারপিট করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগী ১০জন সদস্যের ওই পরিবার অনাহার-অর্ধাহারে অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে গাবতলীর ইউএনও গতকাল ওই পরিবারকে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS