মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার কাহালুতে দুর্নীাত বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।।

বগুড়ার কাহালুতে দুর্নীাত বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।।

মোঃ হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।।

সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে
দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপিতত্ব করেন কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, বগুড়া জেলা দূর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারি পরিচালক মো. জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং ফেরামের সভাপতি মো. আব্দুল ছালেক তোতা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সটিব বীরমুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, কার্যনির্বাহি সদস্য উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, প্রভাষক জাকী মো. ওয়াহেদুজ্জামান চন্দন প্রমূখ।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল কাহালু তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাহালু উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, শিক্ষিকা নাজমুন নাহার, খায়রুন নাহার আব্দুর রউফ সহ আরও অনেক বিচারক মন্ডলী।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS