বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মিথ্যা তথ্য দিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন : নোয়াখালীতে এক যুবক গ্রেফতার

মিথ্যা তথ্য দিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন : নোয়াখালীতে এক যুবক গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আনোয়ার হোসেন সদর উপজেলার শুল্লুকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লুকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানান,তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ দ্রæত ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককের পর আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।

গ্রেফতারকৃত আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিথ্যা তথ্য পুলিশকে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

১০৪ বার ভিউ হয়েছে
0Shares