বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">সেনবাগে এসএসসি পরীক্ষার দায়ীত্ব অবহেলা কেন্দ্র সচিবের দায়ীত্ব অব্যহতি</span> <span class="entry-subtitle">প্রথম দিন অনুস্থিত -৯৫ জন</span>

সেনবাগে এসএসসি পরীক্ষার দায়ীত্ব অবহেলা কেন্দ্র সচিবের দায়ীত্ব অব্যহতি প্রথম দিন অনুস্থিত -৯৫ জন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪হাজার,৪ শত.৬৭জন পরীক্ষাথী পরীক্ষায় অংশ গ্রহন করার কথা থাকলেও প্রথমদিন ৯৫জন পরীক্ষাথী ছিলো অনুস্থিত।

৮টি পরীক্ষা কেন্দ্রে এসএসসির ৫টি,দাখিলে-২ ও ভোকেশনালে-১ কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অব্যবস্থাপনা এবং দায়ীত্ব অবহেলার কারনে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাঃ ফেরদাউস আকতারকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তার স্থলে নজরপুর টংকুর আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে দায়ীত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

১৭৯ বার ভিউ হয়েছে
0Shares