বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদগা মাঠের গাছ কর্তনের প্রতিবাদে যুব সমাজের মানববন্ধন 

ঈদগা মাঠের গাছ কর্তনের প্রতিবাদে যুব সমাজের মানববন্ধন 

তারাগঞ্জ (রংপুর)  প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ঐতিহ্যবাহী বড় ঈদগা মাঠ আগের তুলনায় অনেক সম্প্রসারিত। নিঃস্বার্থ,নির্লভ, বিচক্ষণ, নিষ্ঠাবান কর্তৃপক্ষ মাঠের সামনের দিকে (সর্বসাধারণের অনুদানে) সদ্য ক্রয়কৃত ৬৮ শতাংশ জমির উপরে নতুন প্রায় ২০০টি মেহগনি গাছের চারা সারিবদ্ধভাবে রোপন করেছেন যা দৃশ্যমান ।পুরাতন মাঠের অংশে প্রায় ৭৫টি বিভিন্ন জাতের গাছ অগছালো অবস্থায় আছে, মাঠের ব্যয় নির্বাহে নয়,মাঠের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষে গত ঈদুল ফিতরে মাঠের পুরাতন গাছগুলোকে সরিয়ে, সারিবদ্ধ ভাবে নতুন গাছ রোপনের সিদ্ধান্ত সর্বসাধারণের সম্মতি ক্রমে গৃহীত হয়। এসংক্রান্ত বিষয় মেনানগর বড় মসজিদে সাপ্তাহিক জামাতে গাছ কর্তনের সম্মতি নিয়ে, মাঠ কর্তৃপক্ষ পরিবেশ ও বন বিভাগ থেকেও অনুমতি পেয়েছেন।কর্তৃপক্ষ  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্বেই, যুব সমাজ , গাছ কর্তনের প্রতিবাদে ৩০/০৪/২০২৪ খ্রিঃ মঙ্গলবার সকাল ৯ টায় মানববন্ধন করে।উপস্থিত উভয় পক্ষের মধ্যে সুশৃংখল,শান্তিপূর্ণ আলোচনায়, বিভ্রান্ত না হয়ে, ঐক্যের বাঁধন অটুট রাখতে, কর্তৃপক্ষ আবারও সিদ্ধান্ত নিয়ে  আগামী ঈদ -উল আযহায়,সর্বসাধারণের সম্মতির অপেক্ষায় বিষয়টি স্থগিত করা হয়।
২৯ বার ভিউ হয়েছে
0Shares