শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশনে ইউনিসেফ এর সহায়তা ইপিআই অনলাইনে প্রশিক্ষণ

রংপুর সিটি কর্পোরেশনে ইউনিসেফ এর সহায়তা ইপিআই অনলাইনে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনে ইউনিসেফ এর সহায়তা ইপিআই অনলাইনে প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীর জন্য মাইক্রোপ্লান এবং আরপিসিসি বাস্তবায়ন” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল রোববার রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য এর উপপরিচালক ডাঃ মোঃ আইয়ুবুর রহমান, সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর কবীর, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতিমা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিএইচএস এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম, ডিজিএইচএস ম্যানেজমেন্ট ইনফর্মেসন সিস্টেম মেডিকেল ডাঃ মাইনুল ইসলাম, সাধারণ শাখার প্রধান সৈয়দ মোঃ জাহাঙ্গীর কবীর শান্ত ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম।
কর্মশালায় রংপুর সিটি কর্পোরেশনে ইউনিসেফ এর সহায়তা ইপিআই অনলাইনে প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীর জন্য মাইক্রোপ্লান এবং আরপিসিসি বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS