সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি – জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি – জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪
নাটোর প্রতিনিধি :;  নাটোরৈ জানালার গ্রিল কেটে কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা নাটোর সার্কেলের অধীনস্থ থানা সমূহের অস্ত্র ও আলামত সংরক্ষণের রুমের তালা ভেঙে প্রবেশ করে এবং আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। তবে কী পরিমাণ চুরি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চুরির ঘটনা ঘটলেও আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ চুরির ঘটনা জানাজানির পর নড়েচড়ে বসে প্রশাসন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের চুরি ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এরইমধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS