বৃহস্পতিবার- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে : সেনবাগে কলেজ ছাত্রকে চুরিকাঘাতে হত্যা ; ১০জনের নামে মামলা ; এখনো গ্রেফতার হয়নি কেউ

বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে : সেনবাগে কলেজ ছাত্রকে চুরিকাঘাতে হত্যা ; ১০জনের নামে মামলা ; এখনো গ্রেফতার হয়নি কেউ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গত বুধবার (১৭ এপ্রিল রাতে) বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র এফ-১০ গ্রæপ নামের একদল কিশোর গ্যাং সদস্যের চুরিকাঘাতে মাহিরুল ইসলাম প্রকাশ শাওন (২০) নামের কলেজ ছাত্র নিহতের ঘটনায় ১০জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো অনেকে নামে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মা আঞ্জুমান আরা প্রকাশ রুমা। বৃহস্পতিবার রাত ১১টার ১০মিনিটের সময় সেনবাগ থানায় ওই মামলাটি দায়ের করা হয়েছে মামলা ১৩ তারিখ ১৮/৪/২৪ইং।
মামলায় আসামি করা হয়েছে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন রাজারামপুর গ্রামের অলি গাজী বাড়ী মোঃ জসিম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে হৃদয়কে (২০) ১নম্বর আসামি ও উত্তর মোহাম্মদপুর গ্রামের দালাল বাড়ীর ওমর ফারুকের ছেলে আরিফ হোসেন (২০), বীর নারায়নপুর নওশাদ (২০), দক্ষিন রাজারামপুর গ্রামের ওয়ালী মুন্সি বাড়ীর ন‚র নবীর ছেলে আরাফাত (২১), বীরনারায়নপুর গ্রামের মোবারক মিয়ার বাড়ীর জসিম উদ্দিনের ছেলে নকিব (২২), আরমান (২০), দক্ষিন রাজারামপুর গ্রামের অলি গাজী বাড়ীর শামিম (২০) ধর্মপুর গ্রামের ন‚র নবী ছেলে আরমান (২১), দক্ষিন রাজারামপুর গ্রামের অলি গাজী বাড়ীর সৈকত (১৯), উত্তর রাজারামপুর গ্রামের হেলাল ভ‚ইয়া ছেলে গোলাম রাব্বানী ভ‚ইয়া প্রকাশ সোহান ভ‚ইয়া প্রকাশ রাকিব (২৫)কে। হত্যাকান্ডের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও আজ বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনী।
নিহত মাহিরুল ইসলাম প্রকাশ শাওন (২০) দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র ও সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির সৌদি প্রবাসী জসিম উদ্দিন প্রকাশ কচির ছেলে। এ ঘটনায় জাহিদুল ইসলাম পিয়াস(২১) ও মেহেদী (২৩) আহত হয়েছে। এদের মধ্যে পিয়াসের অবস্থা সংটাপন্ন । ওই হামলার ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে উপজেলার সেবারহাট বাজারের ফেনী -ন্য়োাখালী মহাসড়কের ফুড গার্ডেন বেকারীর সামনে।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ.নাজিম উদ্দিন হত্যা মামলা দায়েরর ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

২০ বার ভিউ হয়েছে
0Shares