শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ফসলী জমিনের মাটি কাটার অপরাধে সেনবাগে দুই ইউপি মেম্বারের আড়াই লাখ টাকা জরিমানা

ফসলী জমিনের মাটি কাটার অপরাধে সেনবাগে দুই ইউপি মেম্বারের আড়াই লাখ টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সেনবাগে অবৈধ ভাবে ফসলী জমিনের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের দুই মেম্বারকে আড়াই লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি ওই জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেঃ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সানা উল্লাকে ১ লক্ষ টাকা ও ৬নং ওয়ার্ড মেম্বার জহির হোসেন স্বপনকে দেড় লক্ষ টাকা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাজমিন আলম তুলি জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর ইউপির দুই মেম্বার দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে ভ্যেকু মেশিন দিয়ে ফসলী জমিনের টপ সয়েল মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সরেজমিনে উপজেলার ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

১৪৯ বার ভিউ হয়েছে
0Shares