মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় ঈদে পুলিশের ফ্রি বাস সার্ভিস

ভোলায় ঈদে পুলিশের ফ্রি বাস সার্ভিস

ভোলা প্রতিনিধিঃ ভোলায় ঈদের সময় যখন যাত্রীরা দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছিলো ঠিক তখনি ঘরমুখো মানুষের নিরাপত্তায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে ভোলার পুলিশ সুপার মাহিদুজ্জামান (বিপিএম) এ সার্ভিসের উদ্বোধন করেন। এদিকে খুব সহজেই হাতের নাগালে এমন সার্ভিস পেয়ে খুশী যাত্রীরা।
পুলিশ সুপার জানান, ভোলায় প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে ঘরে ফিরছেন লাখো মানুষ। গ্রামের বাড়ি ফিরতে গিয়ে তাদের লঞ্চ ও বাসে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন বাস্তবতায় যাত্রীদের নিরাপদে ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবার ফ্রি বাস সার্ভিস চালু রেখেছে জেলা পুলিশ। বাসটি ইলিশা লঞ্চঘাট থেকে লঞ্চ যাত্রীদের ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্মিনাল পর্যন্ত আনা নেয়া করবে।
যা সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এদিকে প্রথমদিন বাস সার্ভিসটি ব্যাপক সাড়া ফেলেছে যাত্রীদের মাঝে। নিরাপদ যাত্রা নিয়ে সন্তুষ্ট তারা। অনেকেই ধন্যবাদ জানান পুলিশ সুপারকে।
যাত্রী জানালেন, ঈদের সময় যাতায়াত অনেকটা ভোগান্তির। এ সার্ভিসটি আমাদের যাত্রাপথ অনেকটা সহজ করে দিয়েছে।
পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে যাত্রীদের দুর্ভোগ কমবে। জনগনকে সেবা দেয়ার লক্ষ্যেই মূলত এ উদ্দেশ্য। ২০২৩ সালে জেলা পুলিশের উদ্যোগে এ সার্ভিস চালু করা হয়।
এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোলার সচেতন মহল। ঈদের দিন পর্যন্ত চালু থাকবে সার্ভিসটি।

৮১ বার ভিউ হয়েছে
0Shares