বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় কৃষকের স্বপ্ন এখন বোরো ধানের মাঠে

ভোলায় কৃষকের স্বপ্ন এখন বোরো ধানের মাঠে

ভোলা প্রতিনিধিঃ ভোলার বিভিন্ন ফসলি মাঠে এখন দোলা দিচ্ছে বোরো ধানের শীষ। পোকামাকড় ও বিভিন্ন ধরনের রোগবালাইয়ের আক্রমণ সেরে বেড়ে ওঠেছে বোরো ধান। এতে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। তাদের স্বপ্ন এখন বোরো ধানের মাঠে। আবহাওয়া অনুকূল থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভোলার ৭ উপজেলায় চলতি বোরো মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৬ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে। তারমধ্যে অর্জিত হয়েছে ৬১ হাজার ৬০ হেক্টর জমিতে। কিছু জমিতে কৃষকরা তরমুজ চাষাবাদের করায় এবছর বোরো চাষাবাদ অনেকটা কম হয়েছে।

জানা যায়, এ বছর জেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা ব্যাপক হারে তরমুজ চাষাবাদ করলে গত ১৯ মার্চ ২৩ সনের টানা ৫ দিনের হটাৎ ভারি বৃষ্টিতে কয়েক শত কৃষকের তরমুজ ক্ষেতের ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে লোকেশানের মুখে পরেন কৃষকরা। এদের মধ্যে বেশিরভাগ কৃষক এনজিও থেকে ঋণ এবং মানুষের কাছ লাভের ওপর টাকা নিয়েও বোরো ধানের চাষাবাদ করেছেন। এসব কৃষকরা আশাবাদী বোরো ধান মাঠ থেকে ঘরে তুলে এনজিওর ঋণ ও মানুষের লাভের টাকা পরিষদ করবেন। যার কারণে তাদের সকল স্বপ্ন এখন বোরো ধানের মাঠে।

সরেজমিনে ভোলা সদর, দৌলতখান, বোরহান উদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরায় দেখা গেছে, বোরো ধানের শীষে ভরে গেছে ফসলি মাঠ। ধানক্ষেতে ওষুধ প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

ইলিশার কৃষক হানিফ, চরপাতার কৃষক শিরাজ জানান, এবছর কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে চাষাবাদকৃত বোরো ধান গত বারের চেয়ে ভাল হয়েছে। আর কয়েকদিন পরই ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূল থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে জানান তাঁরা।

জেলা কৃষি অফিসার মোঃ হারিস ওয়ারীসুল কবীর জানান, বোরো ধানের বাম্পার ফলন ওউৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরণের কাজ করে আসছি। তাই আশাকরি গত বছরের তুলনায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে। এতে কৃষকরা অনেকটা লাভবান হবেন।

৪২ বার ভিউ হয়েছে
0Shares