মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
শিবপুরে হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ছুটে এলেন ব্যাংকের চেয়ারম্যান

শিবপুরে হামলায় আহত কৃষি ব্যাংক কর্মকর্তাকে দেখতে হাসপাতালে ছুটে এলেন ব্যাংকের চেয়ারম্যান

শান্ত বণিক:  নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন সুমন সরকার নামের এক গ্রাহক। ঘটনাটি ঘটিয়েছে (১০ মার্চ) রবিবার দুপুর পৌনে ১২টার দিকে। ওই কর্মকর্তারা উপজেলার পুটিয়া বাজার এলাকায় গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
ব্যাংকের করা ঋণখেলাপির মামলায় দুদিন জেল খাটায় ক্ষুব্ধ হয়ে সুমন সরকার নামের এক ব্যক্তি হামলা করেন বলে ওই কর্মকর্তারা অভিযোগ করেন। আহত ব্যাংক কর্মকর্তারা হলেন কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের ও মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। দুজনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত মাঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত কর্মকর্তাকে দেখতে আজ বুধবার (১৩ মার্চ) সকালে নরসিংদী সদর হাসপাতালে ছুটে এসেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান  খান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। ব্যাংকের চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে আহত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম কে দেখতে আসায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং কৃষি ব্যাংক পরিবারের নিকট তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খাঁন, ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান  খান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মুন্সেফেরচর শাখা পরিদর্শন করেন।
এই হামলার ঘটনায় গত ১০ মার্চ কৃষি ব্যাংকের মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক গাজী মো. যোবায়ের বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-৯২৮।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ফয়জুল হাকিম জানিয়েছেন, গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামী এখনো গ্রেফতার হয়নি তবে আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS