শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শান্ত বণিক: উত্তরের হিমেল হাওয়া আর কন কনে শীতে অসহায়, গরীব ও দু:স্থ্য মানুষের মাঝে পল্লী মঙ্গল কর্মসূচীর কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর উদ্যোগে বুধবার দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর উপ-পরিচালক ফিরোজ আল মামুন।
নরসিংদী জোনাল অফিসে শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কাজী আব্দুর রহিম, সহকারী পরিচালক, সঞ্জয় কুমার বর্দ্দন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার সফিকুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. মনির হোসেন ও কাউন্সিলর মো. সায়েম। ঝিনাইদহে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, এসএটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর  কালিগঞ্জ এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুন উর-রশীদ, সদর শাখা ব্যাবস্থাপক দিলশাদ আলী, কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক কার্তিক পাল, বার বাজার শাখায় উপস্থিত ছিলেন ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার অরুন কুমার বিশ্বাস, শাখা ব্যবস্থাপক মোঃ কাইয়ুম সরকার, কোর্টচান্দপুর শাখায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো. জহিরুল হক, শাখা ব্যবস্থাপক মো. ফজলুর রহমান, যশোর সদর শাখায় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুর রশিদ, শাখা ব্যবস্থাপক সুব্রত পাল সহ শাখার কর্মকর্তা, স্হানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে অসহায় হতদরিদ্র পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৫ হাজার ৫’শত কম্বল বিতরণ করে।
পিএমকে জাতীয় পর্যায়ের আর্থ-সামাজিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডে এর সম্পৃৃক্ততা দীর্ঘদিনের। সনদপ্রাপ্ত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নকারী দেশের শীর্ষ ২০টি সংস্থার মধ্যে পিএমকে অন্যতম। ১৯৮৮ সালের ২৭ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে সংস্থার কার্যক্রম শুরু হয়। পরে কাজের পরিসর বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনের নিরিখে এনজিওবিষয়ক ব্যুরো, জয়েন্ট স্টক অ্যান্ড কমপানি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সংস্থাটি ক্ষুদ্র অর্থায়নসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
১৪৯ বার ভিউ হয়েছে
0Shares