শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সরকারী নির্দেশ উপেক্ষা করে আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের সময় গোবর মিশ্রিত পানি ব্যবহারের অভিযোগ

সরকারী নির্দেশ উপেক্ষা করে আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের সময় গোবর মিশ্রিত পানি ব্যবহারের অভিযোগ

শার্শা (যশোর) থেকে আঃ মান্নান \ যশোরের শার্শা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে প্রধান প্রকৌশলী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন করছে। মোটা অংকের কমিশন পাওয়ার আশায় কর্মকর্তারা সরকারী নির্দেশ পালন না করে ঠিকাদারের কাজে সহযোগিতা করছেন। স¤প্রতি গত ৩০ জানুয়ারী-২৪ তারিখে প্রধান প্রকৌশলী জনাব সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রদান করেন যে, আসের্নিক মুক্ত নলকূপ খননের সময় বোরিং ফ্লুইড হিসাবে গরুর গোবর মিশ্রিত পানির ব্যবহার সম্পূর্ণ রুপে পরিহার করার আদেশ প্রদান করেন। তিনি দেশ ব্যাপি প্রতিটি জেলা উপজেলা ও বিভাগীয় কর্মকর্তাদের একই আদেশ প্রদান করে তা বাস্তবায়নের নির্দেশ জারি করেন। পত্রে উলে­খ্য করেন নলকূপ স্থাপন কাজের বিল অফ কোয়ালিটিতে নলকূপ খননের সময় বোরিং ফ্লুইড হিসাবে বেন্টোনাইট-ক্লে মিশ্রিত পানি ব্যবহারের নির্দেশনা থাকা স্বত্বেও গোবর মিশ্রিত পানি বোরিং ফ্লুইড হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন সমিক্ষা ও গবেষনায় দেখা গেছে টিউবওয়েল স্থাপনের সময় গোবর পানি ব্যবহারের কারনে ভূগর্ভের পানির স্তর দূষনের সম্ভাব্য দীর্ঘ স্থায়ী উৎস হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক খতিকর। যে কারনে নলকূপ স্থাপনের জন্য খননের সময় বোরিং ফ্লুইড হিসাবে গোবর মিশ্রিত পানির ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জনস্থাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ঢাকা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকল, প্রকল্প পরিচালক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য ও সহকারী উপ- সহকারী প্রকৌশলী জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকলকে পত্র প্রদান করেন অথচ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও ম্যাকানিকরা নলকূপ খননের সময় প্রতিটি টিউবওয়েলে বেন্টোনাইট-ক্লে মিশ্রিত পানির ব্যবহার না করে গোবর মিশ্রিত পানি ব্যবহার করছে। যা জনস্বাস্থ্য এখন হুমকির মুখে। শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নুর ইসলাম এক স্বাক্ষাতকারে জানান অত্র উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৮৬টি আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসানোর কাজ প্রায় শেষের পথে। মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও খাকি কনষ্ট্রাকশন নামের দুইটি ঠিকানারী প্রতিষ্ঠান নলকূপ স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে। তারা প্রত্যেকেই বেন্টোনাইট-ক্লে¬র পরির্বতে গোবর ব্যবহার করছে। তবে আগামীতে যাতে গোবর ব্যবহার না করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সূবর্ণখালী গ্রামের সামছুর রহমান এ প্রতিনিধিকে এক স্বাক্ষাতকারে জানান আমি একটি নলকূপ জনস্বাস্থ্য অফিস থেকে গ্রহন করি। ঠিকাদার নলকূপ বসানর সময় গোবর মিশ্রিত পানি ব্যবহার করে এবং আমাকে ঠিকাদারের লোকজন বলে যে এখুনি গোবর প্রয়োজন আমি নিজেই গোবর এনে দেওয়ার পর তারা নলকূপ বসানর কাজ সম্পন্ন করে। আমি নিজেই খোজ নিয়ে জেনেছি উপজেলার প্রত্যেকটি নলকূপ বসানোর সময় তারা গোবর মিশ্রিত পানি দিয়েই তারা নলকূপ বসানোর কাজ শেষ করেছে। তাছাড়া আমরা তো বেন্টোনাইট-ক্লে¬ চিনিই না। এ ব্যাপারে যশোর জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা এ প্রতিনিধিকে এক স্বাক্ষাৎকারে জানান আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসানোর সময় গবর ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে যদি কেউ অভিযোগ দেয় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহন করা হবে।

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS