শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ফুটপাত থেকে অবৈধ স্থপনা উচ্ছেদ

সেনবাগে ফুটপাত থেকে অবৈধ স্থপনা উচ্ছেদ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের মসজিদের পাশ্বের ফুটপাতে বসা অবৈধ ৩০টি স্থাপনা দোকান-পাট উচ্ছেদ করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূঁমি) মোঃ জাহিদুল ইসলাম সেনবাগ থানা পুলিশের সহযোগীতা ও মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান ফিরোজ আলম রিগানে এবংবাজার কমিটির সভাপতি বাহার উল্লাহ বাহারের সার্বিক তত্বাবধানে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। দীর্ঘ দুই বছরেরও অধিক সময় ধরে ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেবারহাট মোহাম্মদীয় শাহী জামে মসজিদের পাশ্বে ফুটপাতগুলো এক শ্রেনীর লোক অবৈধ ভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এতে করে ওই সড়কে যানঝটের সৃষ্ঠি হতো এবং প্রায় সময় বাজারে আগত লোকজন দুর্ঘটনার শিকার হতো।

স্থানীয়দের দাবীর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করে। একই সময় ওপর এলোমেলো ভাবে রাখা র সিএনজি অটোরিকশা ,বাস সহ সকল যানবাহন এষ্টান পরিবর্তন করে অন্যত্র স্থানান্তর করা হয়। এতে শস্তি প্রকাশ করেছে বাজারের ব্যবসায়ী সহ সর্বশ্রেনীর মানুষ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS