বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে অবরোধের নামে নাশকতা ৪ শিবির সভাপতি সহ গ্রেফতার ৯

সেনবাগে অবরোধের নামে নাশকতা ৪ শিবির সভাপতি সহ গ্রেফতার ৯

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথমদিন উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো অনেকে নামে মামলা দায়ের করেছে সেনবাগ থানা পুলিশ। সেনবাগ থানার উপ-পরিদর্শক সনদ মঙ্গলবার রাতে বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-১ তারিখ ০১/১১/২৩ইং। এ ঘটনায় পুলিশ উপজেলার পৃথক অভিযান চালিয়ে ৪ শিবির সভাপতি সহ ৯জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঃ সেনবাগ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মির্জা মোঃ হাসান, থানা দক্ষিন শিবির সভাপতি জাহিদুল ইসলাম,থানা উত্তর শিবির সভাপতি ,মোশারফ হোসেন, সেনবাগ পৌরসভা শিবির সভাপতি সুলতান মাহমুদ, জেলা শিবিরের প্রকাশনা সস্পাদক ফরহাদ হোসেন, থানা শিবির কর্মী মোঃ জাকারিয়া এবং বিএনপি কর্মী জসিম উদ্দিন, শাহিদুল করিম ও নুরুল হুদা। তাদেরকে বুধবার দুপুরে কঠোর পুলিশ পাহারায় নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজিম উদ্দিন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS