মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে এশিয়া ফাউন্ডেশনের ধর্মীও সাম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

তারাগঞ্জে এশিয়া ফাউন্ডেশনের ধর্মীও সাম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে দি এশিয়া ফাউন্ডেশনের  আয়োজনে ধর্মীও সাম্প্রীতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকালে বাছুরবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তারাগঞ্জ উপজেলার সভাপতি শিশিন চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন , গোলাম সাইদেল, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরিফা, ইরফানুল বারী ও ব্লাস্টের প্যারালিগ্যাল নিরঞ্জন পাহান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,জনপ্রতিনিধি, সাংবাদিক,  ইমাম, পুরোহিত, মাদ্রাসা প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, যুব ও নারী নেতৃবৃন্দ।
সংলাপে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় সম্প্রীতির প্রয়োজনীয়তা, সহনশীলতা বিনির্মাণের সামাজিক সম্মিলিত প্রচেষ্টা ও ধর্মীও সংঘাত দূরীকরণে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ বিষয় আলোচনা করেন অতিথিবৃন্দরা। তারা বলেন,  সমাজের অসঙ্গতি ও ধর্মীয় সম্প্রীতি মেলবন্ধন নিয়ে এশিয়া ফাউন্ডেশন কাজ করছে। এতে দেশ ও সমাজের উন্নয়ন বদ্ধপরিক।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS