শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪’ পালিত

ডোমারে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪’ পালিত

 রবিউল হক রতন , ডোমার ( নীলফামারী) প্রতিনিধি: স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪’ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা প্রমুখ।

৫০ বার ভিউ হয়েছে
0Shares