শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ছাত্রদলের নেতা জাহিদুল ও মজিদুলকে পথ থেকে অব্যাহতি ।

ডোমারে ছাত্রদলের নেতা জাহিদুল ও মজিদুলকে পথ থেকে অব্যাহতি ।

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডোমার উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম এবং যুগ্ম-আহবায়ক মোঃ মজিদুল ইসলামকে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই নির্দেশ প্রদান করেছেন। রবিবার (২২ জানুয়ারী) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানাকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো।

এব্যাপারে ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ জানান, গত ১৬ জানুয়ারী সকালে কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরীর করার জন্য বাজারে অবস্থান করলে সেখানে অব্যাহতি প্রাপ্ত ২ নেতা আহ্বায়ক জাহিদুল এবং যুগ্ম-আহবায়ক মজিদুল সহ ৭-৮ জন আমার সাথে গণ্ডগোল করেন। বিষয়টি তাৎক্ষনিক নীলফামারী বিএনপির অভিভাবক শাহরিন ইসলাম তুহিন সাহেবকে জানানোর পর তার পরামর্শ অনুযায়ী ঘটনার সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদল বরাবর দরখাস্ত দেই। এরই প্রেক্ষিতে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

আশরাফুল আরো জানান, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারীর রাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে অশালীন আচরন করার কারনে জাহিদুল এবং মজিদুলকে শোকজ করা হয়।

এদিকে পদ থেকে অব্যাহতির ব্যাপারে আহ্বায়ক জাহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। এটা নিয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করবেন বলে তিনি জানান।

৩০ বার ভিউ হয়েছে
0Shares