শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের দাফন সম্পন্ন

রবিউল হক রতন , ডোমার ( নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে দেশ ও জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছামাদ আর্মির জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজের আগে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে অংশ নেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ তহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ।

এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল সহ সুধীজন তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেন। পরে, ডোমার কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলা শহরের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares