শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণ

ডোমারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণ

 রবিউল হক রতন , ডোমার ( নীলফামারী) প্রতিনিধি:অমর একুশের প্রথম প্রহরে ১৯৫২’র মহান ভাষা আন্দোলনের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কল্পে নীলফামারীর ডোমারে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারের শহিদ বেদীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আল-আমিন রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও কৃষক লীগ নেতা মোঃ হুমায়ুন কবির রাকিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ শরীফ আলী সাজু, মোঃ তাজিমুল ইসলাম শিমু, সাদাত সুপ্ত প্রমুখ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS