শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের লিফলেট বিতরণ

ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের লিফলেট বিতরণ

 রবিউল হক রতন, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি: দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে নীলফামারীর ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯শে ফেব্রুয়ারী) উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন—নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হুসাইন নয়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন, অন্যতম নেতা, মোঃ নাজমুল ইসলাম, মোঃ সাজু ইসলাম, মোঃ সবুজ ইসলাম, মোঃ নাসিরুল প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS