শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের এ আর সেন্টারে দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কাউন্সিলরদের ভোটে উপজেলা কমিটির সভাপতি পদে কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ও সাধারণ সম্পাদক পদে সাবেক যুবদল নেতা কামরুল হাসান কার্জন নির্বাচিত হয়েছেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব এ জেড জাহিদ হোসেন। এদিকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রশিদুল হক সরকার ও শেখ বাবলু। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দিনাজপুরের পৌর মেয়র ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান। এ সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হক লিটন ও এরশাদ হোসেন পাপ্পু। এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার জানান, সম্মেলন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares