শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন 

জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন 

আনোয়ার হোসেন , জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেলের সভাপতিত্বে হামদ, নাত, ক্বিরাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মর্তুজা ইসলাম, হারুন-অর-রশীদ, তশরিফা বেগম, কালিদাস রায়, শিক্ষক আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুর রাজ্জাক, কছির উদ্দিন ও ক্বারি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এতে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রভাষক মাওলানা ছাইদুল ইসলাম। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা এসব কর্মসুচি পালন করে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS