সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে সরস্বতী পূজা উদযাপিত

পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে সরস্বতী পূজা উদযাপিত

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি। : পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। আরজবেগী হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় আরজবেগীতে জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়। এছাড়া দশমিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দির মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত আলপনা একে সাঁজানো হয় পূজার প্রাঙ্গন। এসময় শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবির পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র। সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রাদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী পৃথিবীতে আসেন। সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজামন্ডপ বাড়ী বাড়ীতে দেবীর পাদ পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। এ উৎসব সনাতন ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষ সমানভাবে উপভোগ করছে। পরে উপস্থিত ভক্তদেও মধ্যে প্রসাদ বিতরন করা হয়।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS