বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
খেলার মাঠ উদ্ধারে পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খেলার মাঠ উদ্ধারে পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠ মুক্ত করার দাবীতে বিভিন্ন ¯েøাগানে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। রবিবার সকাল সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত ঘন্টাব্যাপি কর্মসূচিতে বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা জানান অত্র বিদ্যালয়ের মুল ফটক বন্ধ রেখে পকেটগেট দিয়ে তাদের আসা যাওয়া করতে হচ্ছে। এবং বিদ্যালয়ের পশ্চিমে পার্শ্বের মাঠ সরকারি কোন প্রতিষ্ঠান নির্মানের জন্য পায়তারা চলছে। তাই মাঠ যাতে অন্য কোন মহল দখল না করতে পারেন তারই প্রেক্ষিতে এই কর্মসূচি পালন করেন। তবে এক পর্যায় পৌর মেয়রের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরেন।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS