
বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) \বিরলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগের প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা চত্ত¡রে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান এর সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, ওয়অর্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপির প্রোগাম অফিসার প্রদীপ কুমার প্রমূখ বক্তব্য রাখেন। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীদের পরিবেশনায় দুর্যোগের প্রস্তুতি সম্পর্কিত মহড়া প্রদর্শন করা হয়।