শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কাঁচা রাস্তা পাঁকা রাস্তা করনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

কাঁচা রাস্তা পাঁকা রাস্তা করনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় কাঁচারাস্তা পাঁকা করনের দাবিতে মানববন্ধন করেছে ১১৪ নম্বর নিজাবাদ গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় টিটিসি কলেজ সংলগ্ন দশমিনা-ঢাকা মহা সড়কে প্রায় ঘন্টাব্যাপী দু’শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে দশমিনা সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হানিফ হোসেন, বেতাগী সানকিপুর ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ও ওবায়দুল আলম এবং ১১৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সুমাইয়া আক্তার, মহিবুল সুমন ও শান্তসহ আরো অনেকে।

বক্তব্যে বলেন, টিটিসি কলেজ হয়ে পশ্চিমে পঞ্চায়েত বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে অবহেলীত অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ কষ্ট করে চলাচল করতে হয়। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসীর দাবী রাস্তাটি পাঁকা করনের।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS