শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
তাপমাত্রা নেমে আসায় নাটোরের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ক্লাস স্থগিত

তাপমাত্রা নেমে আসায় নাটোরের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ক্লাস স্থগিত

নাটোর প্রতিনিধি : নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা থাকায় সোমবার(২২ ফেব্রুয়ারি) নাটোর জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করা হয়েছে।
রোববার দিবাগত রাতে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাক্ষরিত দুটি নোটিশে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতের বিপর্যস্ত হয়েছে জনজীবন। দরিদ্র আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। শীতে হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। ফসলেরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন,নাটোর জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে আসার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস একযোগে সোমবারের সকল ক্লাস স্থগিত করে। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
জেলা শিক্ষা অফিসার মহম্মদ সাহাদুজ্জামানও একই ধরনের প্রজ্ঞাপন জারি করেছেন।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে আবহাওয়া অফিস নেই। তাই ঈশ্বরদী রাজশাহী ও নওগাঁর আবহাওয়া অফিস থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দেয়া তথ্য অনুয়ায়ী  রোববারের তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫০ ডিগ্রি। আগামীকাল ও তাপমাত্রা ১০ ডিগ্রীর নীচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার ক্লাস স্থগিত করা হয়েছে।#
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS