ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন


পঞ্চগড় : ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে দাড়িয়ে চার দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখার আহবায়ক সালেকুজ্জামান সালেক,যুগ্ম আহবায়ক হুমাযুন রশিদ বাবু,সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা,মেয়াদ উত্তীণ ঔষধ ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্সবিহীন ফামেসীতে ঔষধ কোম্পানী কতৃক ঔষধ সরবরাহ বন্ধ করা ও সকল ঔষধের মুল্য সরকার কতৃক নিধারণ করার দাবী জানান তারা।