মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ পালিত

বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ পালিত


সুমন কুমার সাহা, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ
“নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ পালিত হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় রবি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের করা করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, বীরমুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার , মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, আব্দুল কুদ্দুস,সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, ‍উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোহাগ চৌধুরী প্রমুখ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares