বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ

০৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

 

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , নীলফামারী হতে বগুড়া শেরপুরগামী একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬/০৩/২৪ তারিখ রাত্রি ০৩.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু হানিফ (৪০), পিতা- মৃত আমিনুর রহমান, সাং- ডাউয়াবাড়ী (মুন্সিপাড়া), থানা- জলঢাকা, জেলা- নীলফামারী, ২। মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা- মোঃ মোজাফ্ফর হোসেন, সাং- ডাউয়াবাড়ী (মুন্সিপাড়া), থানা- জলঢাকা, জেলা- নীলফামারীদ্বয়কে তাদের চালিত মোটরসাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ০৩ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২ টি সীম ও নগদ ১২০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

১৩৪ বার ভিউ হয়েছে
0Shares