বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ভোলায় ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ভোলা প্রতিনিধিঃ ভোলায় দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়। এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে সদর-১আসন থেকে-৪, ভোলা-২ আসন থেকে-৬, ভোলা-৩ আসন থেকে-৫ ও ভোলা-৪ আসন থেকে – ৫ প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, ২টি বাতিল এবং ১টি সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS