শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির ৮৬৭২ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

পানছড়ির ৮৬৭২ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি, : খাগাড়ছড়ি জেলার পানছড়ি উপজেলার ৮৬৭২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা দিয়েছে পানছড়ি স্বাস্থ্য বিভাগ। যার মাঝে রয়েছে ৬ থেকে ১১মাস বয়সী ১৪০২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২৭০ জন শিশু। উপজেলার ৫টি ইউপিতে ১২০টি অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকবে একটি স্থায়ী কেন্দ্র। এ নিয়ে আজ ৭’ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে দিক নির্দেশনামুলক প্রামান্য চিত্র তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সুমেন চাকমা। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি থানার এসআই সৈয়দ ছানাউল্লা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি প্রমুখ। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে ক্যাম্পেইন।

 

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS