রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মা‌টিরাঙ্গায় ৭ কে‌জি গাজাসহ দুই মাদক কাবারি আটক

মা‌টিরাঙ্গায় ৭ কে‌জি গাজাসহ দুই মাদক কাবারি আটক

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি।খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় অ‌ভিনব কৌশ‌লে বি‌জি‌বির ম‌নোগ্রাম যুক্ত বেগে গাঁজা বহন করা অবস্থায় ৭‌ কে‌জি গাঁজাসহ ২ জনকে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

শ‌নিবার (২৪জুন ) বেলা ১২টা দিকে মা‌টিরাঙ্গা বাজারে চট্টগ্রাম বাস স্ট‌্যান্ড সংলগ্ন একুশে ক‌পি হাউজ থে‌কে তা‌দের আটক করা হয়।

আটককৃত হ‌লেন তাইন্দং ২নং ওয়ার্ড ডি‌পি পাড়ার আব্দুল মানা‌নের ছে‌লে ম‌নির হো‌সেন (৩০) ও একই ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ড উত্তর আচালং তানাক্কা পরড়ার মৃত ফ‌রিদ মিয়ার ছে‌লে মোটরসাই‌কেল চালক ফ‌য়েজ আহাম্মাদ (৩৫)।

পু‌লিশ সূ‌ত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তাইন্দং হ‌তে চট্টগ্রাম নি‌য়ে যাওয়ার সময় মা‌টিরাঙ্গা বাজা‌রে চট্টগ্রাম লোকাল বাসস্ট‌্যান্ড এলাকায় এস আই মাসুদুল আলম পা‌টোয়ারী ও কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর যৌথ নেতৃত্ব অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের‌কে আটক করা হয়।

এ সময় গাঁজা বহন কা‌রিদের ব‌্যবহৃত মোটর সাই‌কেল (খাগড়াছ‌ড়ি -হ ১১-২৭ ২২) জব্দ করা হয়।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাব‌দে আটকৃতরা তাইন্দং হ‌তে চট্টগ্রামসহ দে‌শের বি‌ভিন্ন এলাকায় গাঁজা সর্বাহ ক‌রার কথা স্বীকার ক‌রেছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকৃতরা থানা হেফাজ‌তে আ‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ আই‌নি প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে। যে কোন অপরাদ প্রবনতা রো‌ধে মা‌টিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর র‌য়ে‌ছে।

২৭ বার ভিউ হয়েছে
0Shares