মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
এলজিইডি প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে পানছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এলজিইডি প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে পানছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি’২০২৪ : রাস্তার পুরনো তিন সারি ইট তুলে নেওয়া হয়েছে এক বছর আগে। রাস্তায় এখন বড় বড় গর্ত। বর্ষার সময় গর্তগুলো পরিনত হয় ছোট ছোট কুয়োতে। খানা-খন্দে ভরা এই বিপদজনক রাস্তায় চলেনা কোন ব্যাটারি চালিত টমটম, সিএনজি ও মাহিন্দ্র। মুমুর্ষ রোগী পরিবহন তো দুরের কথা মরদেহ নিয়ে গ্রামে যেতেও পাঁচ মিনিটের রাস্তায় সময় লাগে কয়েক ঘন্টার অধিক। তাই ক্ষোভে ফুঁসে উঠেছে পানছড়ি উপজেলার তালুকদার পাড়া গ্রামের সর্বসাধারণ। এর প্রতিবাদে ২’ফেব্রæয়ারী শুক্রবার সকাল নয়’টা থেকে পানছড়ি বাজারস্থ তালুকদারপাড়া প্রবেশমুখে এলাকার সকল নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালুকদারপাড়াবাসী। রাস্তার কাজে ঠিকাদার তাজুল ইসলামের অবহেলা ও অনিয়মের পিছনে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল খালেকের ইন্দন রয়েছে বলে জানান বক্তারা। আগামী দশ তারিখের মধ্যে এই রাস্তার কাজ শেষ না হলে ঝাড়– মিছিল নিয়ে উপজেলা এলজিইডি অফিস ঘেরাও করার ঘোষনা দেয়া হয় সমাবেশ থেকে। এ সময় উপজেলা প্রকৌশলী আবদুল খালেককে চিটিং-বাটপার ও অদক্ষ বলেও জানান বক্তারা। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে জনসাধারণের চলাচলের ব্যাঘাত সৃষ্টির তীব্র প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন এলাকার সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক জয় প্রসাদ দেব, বর্তমান ইউপি সদস্য আসিফ করিম, পরিমল দে ও নিমাই দেবনাথ।

জানা যায়, উক্ত রাস্তাটির কাজ পায় ঠিকাদারী প্রতিষ্টান মারকো টাটা। ২০২২-২৩ অর্থবছরের আটাশি লক্ষ টাকার কাজের সাব-ক›ট্টাকটর হিসেবে কাজ করছিলেন মো: তাজুল ইসলাম। ২০২২-২৩ অর্থবছর শেষ হয়ে ২০২৩-২৪ এলেও উক্ত কাজে রাস্তার পুরনো ইট তোলা ছাড়া কিছুই করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

৭১ বার ভিউ হয়েছে
0Shares