শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়ার বাজালিয়ায় ৪ শত পরিবারে লায়ন্স ক্লাবের ত্রান বিতরন 

সাতকানিয়ার বাজালিয়ায় ৪ শত পরিবারে লায়ন্স ক্লাবের ত্রান বিতরন 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ এর মানবিক সেবা ও সাহায্য কর্মসুচী অব্যাহত রয়েছে। দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্মরন কালের স্মরনীয় ও ভয়াবহ বন্যা কবলিত বাজালিয়া ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক ক্ষতিগ্রস্থ জনগনের মাঝে পর্যাপ্ত পরিমান চাল, ডাল, তেল, পিয়াঁজ সহ বিভিন্ন সামগ্রীর শুকনো খাদ্যের ত্রান বিতরন করে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ আবারো মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করল।
২ ডিসেম্বর’২৩ ইং শনিবার সকাল ১০ টার সময় ত্রান বিতরন উপলক্ষে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া হাঁছির মা চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩১৫ বি-৪ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী সহ আরো নয়টি ক্লাব ও লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় আয়োজনকারী ক্লাব ‘লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী’র সেক্রেটারী এস এম আবুল কাশেমের সঞ্চালনায় কসমো ভ্যালীর প্রেসিডেন্ট লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক তিনশত পনের বি-ফোর, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, প্রধান বক্তা ছিলেন, জেলা আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন, জেলা দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), ত্রান কমিটির সদস্য সচিব লায়ন অশেষ কুমার উকিল, জিএলটি ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জিএমপি ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া, ডিষ্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুর রশিদ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এস  এম সাজ্জাদুল ইসলাম চৌধুরী, লায়ন শাহ আলম এমজেএফ, লায়ন নেজাম উদ্দীন, লায়ন রেজাউল আজিজ রেজা, লায়ন মোঃ সাইফুদ্দিন। এসময় অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শোয়েব আলী চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী, আনিসুল হক সিকদার, তৌফিকুল ইসলাম চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী মহসিন, নাজিম উদ্দিন চৌধুরী, রকিব উদ্দিন চৌধুরী সহ বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS