বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

মধুখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ ডিসেম্বর রোববারঃ দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২ডিসেম্বের শনিবার বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থীকে জয়লাভ করান যায় সে বিষয়ে করনিয় কি নিজ নিজ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সহসভাপতি হাজী আব্দুস সালাম মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আলীউজ্জামান খোকন,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া,পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভুইয়া,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া,সাবেক ব্যাংক কর্মকর্তা অশোক কুমার সিংহ রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান,গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুখেন মজুমদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক এবং অংগ সংসঠনের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় দলীয় প্রার্থী মোঃ আবদুর রহমান এর জয়ের ব্যাপারে আশা ও কর্মপন্থা নিয়ে বক্তাগণ তাদের বক্তব্য রাখেন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS