শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আমি কোন দল ত্যাগ করি নাই অন্য কোন দলে যোগও দেই নাই-নতুন দল গঠণ করেছি-শাহ মোহাম্মাদ আবু জাফর

আমি কোন দল ত্যাগ করি নাই অন্য কোন দলে যোগও দেই নাই-নতুন দল গঠণ করেছি-শাহ মোহাম্মাদ আবু জাফর

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ ডিসেম্বর রোববারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের দল ছেড়ে অন্য দলে যোগদান নতুন দল গঠন এ প্রক্রিয়ায় নিজ দল বিএনপি ছেড়ে নতুন দল গঠণ করেছেন সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মাদ আবু জাফর। নতুন দল গঠন করেছেন যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বাংলাদেশ ন্যাশনালিষ্ট মুভমেন্ট যার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও হলেন তিনি।আমি কোন দল ত্যাগ করি নাই অন্য কোন দলে যোগও দেই নাই – নতুন দল গঠণ করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের পর নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-১ মধুখালী,বোয়ালমারী ও আলফাডঙ্গা আসনে প্রবেশ করেন । ২ ডিসেম্বর শনিবার বিকেলে মধুখালী উপজেলা দলীয় নেতৃবৃন্দ মোটরসাইকেলসহ বিভিন্ন যানের শোভাযাত্রা নিয়ে উপজেলার মাঝকান্দী থেকে তাকে স্বাগত জানিয়ে পৌর সদর ঢাকা-খালুনা মহাসড়কের রেলগেট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের অস্থায়ী কার্যালয় উদ্বোধন কালে তিনি উরোক্ত কথাগুলি বলেন ।

এ সময় তিনি আরো বলেন সমেয় প্রয়োজনে নতুন দল গঠন করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষনার পর আলফাডাঙ্গা দিয়ে প্রবেশ করেছি আমিতো ভোটারদের সারায় অভিভুত ভালবেসে আমাকে এ এলাকার মানুষ গ্রহন করেছেন। যে ভাবে তারা আমাকে গ্রহন করেছেন, আমার নির্বাচনী এলাকর মানুষ। আমি আশাবাদী তারা তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। গণমাধ্যম কর্মিদের একপ্রশ্নের জবাবে বলেন এবার সাধারন মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছেন আর সে কারনেই আমার দল নির্বাচন মুখি।বিগত দুটি নির্বাচনে সাধারন ভোটারা যদি ভোট দিতে পারতেন তাহলে আমিই এমপি নির্বাচিত হতাম। নতুন দল হিসেবে ৩শটি সংসদীয় আসনের মধ্যে আমার দল ১শটিতে মনোনয়ন দিয়েছি। পার্টির চেয়ারম্যান হিসেবে দায়ীত্বে আছি ভবিষ্যতে আমিই পার্টির চেয়ারম্যান

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নেতা এ্যাড.গোলাম মনসুর নান্নু,খন্দকার ওবায়দুর রহমানসহ নেতৃবৃন্দ।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS