রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় গরু উদ্ধার

নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় গরু উদ্ধার

পোরশা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতীয় চারটি গরু উদ্ধার করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। রবিবার দিবাগত রাতে নিতপুর শীতলঘাট এলাকা থেকে গরুগুলি উদ্ধার করা হয়।

নিতপুর বিওপি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল জলিলের এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ১০০০ গজ পশ্চিম-দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার ২৩০/২ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিতল ঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে চারটি গরু উদ্ধার করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
গরুগুলির আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। গরুগুলি নজিপুর কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

২৩ বার ভিউ হয়েছে
0Shares