বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণায় শিশু হত্যা ও মাদকের তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

নেত্রকোণায় শিশু হত্যা ও মাদকের তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শিশু হত্যা ও সদর উপজেলায় মাদকের পৃথক পৃথক তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

নেত্রকোণার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন, শিশু বিশাল মল্লিককে (৬) জবাই করে হত্যা মামলায় নেত্রকোণা সদর উপজেলার ছেওপুর মুক্তির বাজার গ্রামের পলাশ সরকার ও নেত্রকোণা সদর উপজেলার পৃথক দুই মাদক মামলায় জেলা শহরের চকপাড়া এলাকার মোঃ কাইয়ুম ওরফে কিংকন এবং মঈনপুর এলাকার ইয়াসমীন আক্তার। নিহত শিশু কলমাকান্দা উপজেলার ডোয়ারীকোণা গ্রামের সুমন মল্লিকের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে পলাশ সরকার ধরা পড়ে। এর জের ধরে বিগত ২০১৩ সালের ২৫ অগাষ্ট সকাল বেলায় বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পলাশ সরকারসহ তিন জন। এ ঘটনায় শিশুটির বাবা সুমন মল্লিক বাদী হয়ে ওই দিনই কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। মামলার স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন ও আদালতে দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে অপরাধ সন্দোহাতীত ভাবে প্রমানীত হওয়ায় বিচারক পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। পলাশের সাথে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে।

অপরদিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ বিগত ২০১৮ সালের ২৭ মে মইনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইয়াসমীন আক্তারকে গ্রেফতার করে। পরে থানার এস আই সোলায়মান হক বাদি হয়ে গ্রেফতারকৃত ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২রা আগষ্ট আসামী ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এছাড়াও নেত্রকোণা মডেল থানার পুলিশ বিগত ২০১৮ সালে ২৪ জুন চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩০ গ্রাম হেরোইনসহ মোঃ কাইয়ুম ওরফে কিংকনকে গ্রেফতার করে। পরে থানার এস আই আব্দুল্লাহ আল্ মামুন কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২১ অগাষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। উভয় মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানীত হওয়ায় বিচারক এই দুইজনকেও যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS