বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারা উপজেলা পরিষদ চত্তর থেকে মোটরসাইকেল চুরি

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্তর থেকে গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় একটি লাল রংগের এ্যাপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এই ঘটনায় বাগমারা থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি উদ্ধার ও চোর সনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম। পুলিশ ও ভুক্তভোগি গাড়ির মালিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে ভবানীগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর দাওয়াত খেতে আসেন পাশ্ববর্তী রানীগগর উপজেলার মিরাট গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম। তারা লাল রংগের দুটি এ্যাপাচি মোটরসাইকেল নিয়ে ভবানীগঞ্জ বাজারে আসেন। তারা গাড়ি দুটি উপজেলা গেট সংলগ্ন কৃষি অফিসের দক্ষিনপাশে রেখে জুম্মার নামাজ আদায় করে দাওয়াত খেতে যান । পরে এসে ঘটনাস্থলে দেখতে পান সেখান থেকে কে বা কাহারা একটি গাড়ির লক ভেঙ্গে নিয়ে গেছে। পরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে গাড়ির আর কোন হদিস করতে পারেনি। পরে তারা বাগমারা থানায় গিয়ে গাড়ি হারানোর বিষয়ে একটি সাধারন ডাইরী করেন। স্থানীয়রা জানান, উপজেলা সদর ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভায় মসজিদের সামনে থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরি ব্যাপক আকার ধারন করেছে। স্থানীয় সংঘবদ্ধ দল বাইরের সংগবদ্ধ দলের যোগসাজসে এই সমস্ত চুরির ঘটনা ঘটাচ্ছে বলে তারা দাবী করেন। এছাড়া উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ মসজিদ,হাইস্খুল মসজিদ থেকে যোহরের নামাজের সময় পর পর কয়েকটি ডিসকভার বাজাজ গাড়ি চুরি হয়েগেছে। স্থানীয়রা জানান, এর আগে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আমজাদ হোসেন পাশ্ববর্তী রানীনগর থানা পুর্লিশের হাতে চোরাইমোটরসাইকেল সহ গ্রেফতার হয়েছিল। সে সময় পুলিশ তাকে সহ আরো পাঁচজনকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করে তিনটি মোটরসাইকেল। স্থানীয়দের মতে আমজাদ মেম্বার আন্তজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য।

৪০ বার ভিউ হয়েছে
0Shares