মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জোনের উদ্যোগে হতদরিদ্র পরিবার মাঝে শীতবস্ত্র বিতরণ

জোনের উদ্যোগে হতদরিদ্র পরিবার মাঝে শীতবস্ত্র বিতরণ

বিটন চৌধুরী। জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম পরিবার ও বিহারের বুদ্ধ শ্রমণদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম বলেন, তীব্র এই শীত মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে। খাগড়াছড়ি সদর যে কোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সবসময় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।

এ সময় মাস্টার ওয়ারেন্ট অফিসার শামীম হোসেন, ওয়ারেন্ট অফিসার আবদুল আহাদ, সার্জেন্ট জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS