বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের লালদীঘি থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

নাটোরের লালদীঘি থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের লালদীঘির পানি থেকে নবাব আলী (৫৫) নামের দীঘির নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত নবাব শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, নবাব আলী পেশায় দীঘির নৈশ প্রহরী। প্রতিদিনের মতো আজ সোমবার ভোরে ফজরের নামাজের পরে তিনি নৌকায় উঠে দীঘিতে পুনরায় পাহারায় যান। সকাল বেলা নৌকা ফাঁকা অবস্থায় দেখতে পান এলাকাবাসি। এ সময় নৌকাতে তার ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। পরে তার পরিবারের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পরে দিঘীর উত্তর -পশ্চিম কোণ থেকে নবাবের মরদেহ উদ্ধার করেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ‌ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবাব আলী হার্টের রোগী ছিলেন। অসুস্থ হয়ে নৌকা থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় (আবেদনের প্রেক্ষিতে) তাদের লাশ হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

১০৮ বার ভিউ হয়েছে
0Shares