শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় শিকল কেটে কৃষকের গরু চুরি

সাঁথিয়ায় শিকল কেটে কৃষকের গরু চুরি

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সংঘবদ্ধ চোরের দল কর্তৃক কৃষকের গোয়ালঘরের দরজার শিকল কেটে দুর্ধর্ষ গরু চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার(২৬নভেম্বর)রাতে উপজেলার আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামের কৃষক রওশন মিয়ার বাড়িতে।

জানা গেছে, ওইদিন রাতে চোরেরা কৃষক রওশনের গোয়ালঘরের দরজার লোহার শিকল কেটে দুটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।

কৃষক রওশন মিয়া জানান, চুরি হয়ে যাওয়া গরু দুটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। তিনি গরু দুটি মোটাতাজাকরণ করার জন্য পালন করে আসছিলেন। বিক্রি করার মুহুর্তে গরু দুটি চুরি হয়ে যাওযায় আর্থিকভাবে দরিদ্র কৃষক ক্ষতিগ্রস্ত হলেন।ভূলবাড়িয়া ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বর হাবিবুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার(২৭নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করেন।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান জানান,এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবম্থা নেওয়া হবে।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares