শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ফ্রি চক্ষু শিবির ৫ হাজার রোগী পেয়েছেন ফ্রি চশমা, চিকিৎসা ও ঔষধ-এক হাজার জনের অপারেশন

নাটোরে ফ্রি চক্ষু শিবির ৫ হাজার রোগী পেয়েছেন ফ্রি চশমা, চিকিৎসা ও ঔষধ-এক হাজার জনের অপারেশন

ইসাহাক আলী, নাটোর, ১৯ আগস্ট- নাটোরে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও এক হাজার রোগীর ছানি অপারেশন করা হবে।

সকালে সদর উপজেলার আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালে মক্কা হাসপাতালের ব্যবস্থাপনায় রোগীদের চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা হয়। এছাড়া ছানী অপারেশনের জন্য ১ হাজার রোগী বাছাই করা হয়।  সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ আলী জানান, প্রায় ৮০ জনের মেডিকেল টিম এই সেবা দিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ঔষধ ও চশমা দেয়া হবে। সাথে বিকাল থেকে বাছাইকৃত রোগীদের ছানী অপারেশন শুরু হবে, চলবে আগামী ৭দিন। সৌদি সরকারের সহায়তায় এই সেবা সারা দেশে দেয়া হচ্ছে এ বছর এরই মধ্যে প্রায় ৮০ হাজার রোগী সেবা পেয়েছে, অপারেশনের সুযোগ পেয়েছে ৮ হাজার রোগী।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares