বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দেয়া উপহার “লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স” পেলো ঝালকাঠি সদর হাসপাতাল।

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দেয়া উপহার “লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স” পেলো ঝালকাঠি সদর হাসপাতাল।

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির উপহার লাইফ সার্পোট এ্যাম্বুলেন্স উপহার হিসাবে শনিবার বিকাল ৩টায় ঝালকাঠি সার্কিটহাউজে ফিতাকেটে আনুষ্ঠানিক ভাবে উপহার এ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন আমির হোসেন আমু এমপি। এসময় সাথে কেন্দ্রীয় কমিটির নেতা আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন,সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনিসুর রহমান। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্তাবধায়ক মো.জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য ডাক্তার ও সেবিকারা উপস্থিত ছিলেন।

এই গাড়িটিতে থাকছে- ইনটেনসিভ কেয়ার ইউনিট (আই সি ইউ) সুবিধা। জটিল জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে রয়েছে পেসেন্ট মনিটর, ভেন্টিলেটর মেশিন, ফাইফ ফাংশন বেড, সিরিজ পাম্প, ডিফ্লাইবেলেটর মেশিন। এছাড়া গাড়িতে থাকবে রোগীদের মানসম্পন্ন জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট।
এ উপহার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির এই উপহার লাইফ সার্পোট এ্যাম্বুলেন্স পেয়ে ঝালকাঠির সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা।#

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS