চন্দ্রপুর উচ্চবিদ্যালয় এন্ড কলেজে ৬০ বছর ধরে নাই ভবন শিক্ষার্থীদের নিয়ে বিপাকে শিক্ষকরা
১৯ Views
লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট কালিগন্জ উপজেলার চন্দ্রপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ভবন নাই। ভবন না থাকায় ইতোপুর্বে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা শিক্ষার মান উন্নতের জন্য কোন ভাবে চললেও গত ২০ বছর পুর্ব থেকে বর্তমানে মারাত্বক বিপাকে পরেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ শত এর উপরে। প্রতিটি শ্রেণীকক্ষে একটি ব্রেঞ্জে দুইজন করে বসার নিয়ম। সেখানে অতিরিক্ত পর্যন্ত ৩ জন বসতে পারে কিন্তু একটি ব্রেঞ্জে প্রায় চারজন করে শিক্ষার্থী বসতে দেখা যাচ্ছে। ক্লাশ শিক্ষক বোর্ডে কিছু লিখে দিলে শিক্ষার্থীরা বসার জায়গার সংকটে অনেকে খাতায় লিখতে পারছেন না আবার অনেকে দাড়িয়ে লিখছেন। এমন৷ দৃশ্য দেখে শিক্ষদেরকে প্রশ্ন করা হলে শিক্ষকরা জানান, শ্রেণীকক্ষ চাহিদার তুলনায় না থাকায় শিক্ষার্থীদের নিয়ে হিমশিমে পড়েছি। স্থানীয়রা জানান,বিদ্যালযে ভবনের খুবই জরুরী। শিক্ষার মান প্রতিবছরে ভাল বিধায় শিক্ষার্থীর সংখা বাড়ছে। প্রতিষ্ঠনের অধ্যক্ষ বিগত আওয়ামীগ সরকার ১৬ বছর দেশ চালালেও এই আসনের এমপি/মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রায় ৪০ বার কথা দিয়েও ভবন দেয়নি।অধ্যক্ষ সব সময় ভবনের জন্য যোগাযোগ করে কতজোড়া জুতা ক্ষয় করেছেন তার কোন হিসাব নাই।এছাড়াও আমরা কমিটির লোকজন সহ একাধিকবার য়োগাযোগ করেছি তার একই কথা এবারে দিবো ইনশাআল্লাহ। কিন্তু ১৬ বছর ধরে শুধু ইনশাআল্লাহ বলে যায় কিন্ত কোন কাজ আর করে না।কলেজ অধ্যক্ষ জানান,আমি অনেকবা ভবনের জন্য তার কাছে গেছিলাম কিন্তু দিতে চায় আর দেয়না। বর্তমানে শিক্ষার্থীদের সংখা প্রতিবছর বাড়ছে। ভর্তি নিতেও পারছি না নিয়েও পারছি না। ভবন না থাকায় শিক্ষার্থীদের নিয়ে বড় বিপদে আমরা শিক্ষকরা। উপজেলা শিক্ষা অফিসার বলেন,ওই শিক্ষ প্রতিষ্ঠানটিতে একটি ৫ তলা ভবনের খুবই প্রয়োজন। উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।